বড় বাজার ০১ টি ধর্মপাশা বাজার। প্রতি সাপ্তাহে বৃহস্পতিবার বাজারে হাঠ বসে। অত্র ধর্মপাশা সদরে উপস্থিত বিধায় সকল এলাকার মানুষজন আসা যাওয়া করতে পারে এবং উক্ত বাজারে এলাকার উৎপাদিত শাখ-সবজি, ধান, পাট, কৃষিজাত পণ্য কৃষকরা নিয়মিত বিক্রি করতে পারে বিশেষ করে গরু বেচাকেনার জন্য ধর্মপাশা বাজার বৃহত্তর সিলেটে বিভাগে বিখ্যাত। ধর্মপাশা বাজারটি অত্র এলাকার সর্ববৃহৎ বানিজ্য কেন্দ্র। হাঠ বাারে উক্ত বাজারে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
এছাড়াও ইউনিয়নে আরও ছোট দুইটি বাজার রয়েছে সেগুলো হল ইউনিয়নের পূর্বদিকে ৭নং ওয়ার্ডে মহদীপুর বাজার, ৯নং ওয়ার্ডে নবীনগঞ্জ বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস